যমুনা ফিউচার পার্ক
যমুনা ফিউচার পার্ক (Jamuna Future Park) দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বহুতল শপিং মল হিসাবে পরিচিত। ২০০২ সালে যমুনা বিল্ডার্স লিমিটেড প্রায় ৪,১০০,০০ বর্গফুট আয়তনের এই সুবিশাল শপিং কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করে। ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্ক সফলভাবে খুলে দেয়া হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটু দূরে কুড়িল ফ্লাইওভার কাছে অবস্থিত যমুনা ফিউচার পার্ক প্রাঙ্গণে প্রবেশের শুরুতেই রয়েছে স্কাইড্রপ, রোলার কোস্টার, পাইরেট শিপ, ম্যাজিক উইন্ডমিল, ফ্লাইং ডিসকো ও টাওয়ার চ্যালেঞ্জারের মতো শিহরণ জাগানিয়া ৬টি রোমাঞ্চকর আউটডোর রাইড।
যমুনা ফিউচার পার্কে আছে দেশি বিদেশি বিভিন্ন ব্রান্ডের বিক্রয় কেন্দ্র, ফুডকোর্ট, রেষ্টুরেন্ট, ব্লকবাস্টার সিনেমাস, প্লেয়ারস জোন এবং সুপরিসর কার পার্কিং। কেনাকাটার পাশাপাশি চিত্তবিনোদনের জন্য এই শপিং কমপ্লেক্সে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে।
যমুনা ফিউচার পার্কের সময়সূচী
যমুনা ফিউচার পার্ক বুধবার বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের বাকি ৬ দিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে।
যোগাযোগ
ক-২৪৪, কুড়িল, প্রগতি সরণি, বারিধারা
ফোন: ৮৪১৬০৫১-২
মোবাইল: ০১৯৩৭-৪০০২০৫ থেকে ২২ পর্যন্ত
ওয়েবসাইট: www.jamunafuturepark.com
কিভাবে যাবেন
ঢাকা শহরের যেকোন স্থান থেকে কুড়িল বিশ্বরোড এসে বাস, সিএনজি অথবা রিকশা যোগে যমুনা ফিউচার পার্ক যেতে পারবেন। এছাড়া ঢাকার বিভিন্ন স্থান হতে প্রগতি সরণি/বাড্ডা/বারিধারা হয়ে গমনকারী যেকোন বাসে এই শপিং এর সামনে নেমে যেতে পারবেন।
ফিচার ইমেজ: যমুনা ফিউচার পার্ক
No comments