লালঘাট ঝর্ণাধারা

 

প্রাকৃতিক সৌন্দর্যের আধারন সু

নামগঞ্জ জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে তাহিরপুর উপজেলা সংলগ্ন ভারত-বাংলাদেশ জিরো পয়েন্টের কাছে দৃষ্টিনন্দন লালঘাট ঝর্ণাধারা (Lalghat Waterfall) অবস্থিত। লালঘাট আদিবাসী পল্লীঘেঁষা এই ঝর্ণার স্বচ্ছ পানির ধারা ভারতের মেঘালয় পাহাড়ের বুক চিরে অবিরাম গতিতে নিচে নেমে এসেছে। লালঘাট ঝর্ণার পানি প্রবাহ লালঘাট গ্রামের পশ্চিম দিকে আঁকা-বাঁকা ছড়া রূপে সংসার হাওরের মিঠা পানির সাথে মিলিত হয়েছে।

ঝর্ণাধারার পূর্ব দিকে হাজং সম্প্রদায়ের ছোট ছোট পরিবার নিয়ে গড়ে উঠেছে সবুজের গ্রাম নামের আদিবাসী পল্লী। লালঘাট আদিবাসী পল্লী হলেও এখানে প্রায় দেড় শতাধিক স্থানীয় বাঙ্গালী পরিবার রয়েছে। গ্রামের বসতির চারপাশে আছে পাহাড়ি বনজ, ফলজ ও বিভিন্ন প্রকার ফুলের গাছ। লালঘাট গ্রামের একপাশে দাঁড়িয়ে ভারতীয় সীমানায় থাকা চুনা পাথরের পাহাড়, ভারতীয় লাল ঘাট ও বিএসএফ জোয়ানদের ক্যাম্প দেখা যায়। বর্তমানে প্রকৃতির আশীর্বাদে অপরূপ সৌন্দর্যের মাঝে অবস্থিত মনোমুগ্ধকর লালঘাট ঝর্ণাধারা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।

কিভাবে যাবেন

লালঘাট ঝর্ণাধারা দেখতে যেতে হলে প্রথমে সুনামগঞ্জ জেলায় আসতে হবে। ঢাকার সায়েদাবাদ থেকে শ্যামলী, হানিফ, বিআরটিসি, নাসিরাবাদ, এনা এবং মামুন পরিবহণের বাসে সুনামগঞ্জ যাওয়া যায়। জনপ্রতি বাস ভাড়া ৬৫০ থেকে ৭৫০ টাকা। টেকেরহাট থেকে ৫ কিলোমিটার পশ্চিমে শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সড়কের লাগোয়া আদিবাসী পল্লীর পাশে লালাঘাট ঝর্ণাধারার অবস্থান। তাহিরপুর উপজেলার সদর থেকে নৌপথে ১৫ কিলোমিটার এবং সড়কপথে ২২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লালঘাট ঝর্ণায় যেতে হয়। টেকেরঘাট থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাইক ভাড়া পাওয়া যায়।

কোথায় থাকবেন

তাহিরপুরে উপজেলা পরিষদের ডাকবাংলো, হোটেল টাঙ্গুয়া ইন, শাহজালাল টাওয়ার এবং টেকের ঘাটে সবুজ বোর্ডিং ও হোটেল তানিয়ায় রাত্রিযাপন করতে পারবেন। এছাড়া সুনামগঞ্জে হোটেল নূরানি, হোটেল প্যালেস, রূপসী বাংলা রেস্টুরেন্ট ও হোটেল সারপিনিয়া সহ বেশ কয়েকটি আবাসিক হোটেল আছে।

কোথায় খাবেন

তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়া রেস্টুরেন্ট, হোটেল আফরোজ ও ভাই ভাই রেস্টুরেন্টে সাধারণ মানের বাঙ্গালী খাবার খেতে পারবেন।

সতর্কতা

    • লালঘাট ঝর্ণা ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী হবার কারণে ভারতীয় সীমানায় প্রবেশের বেপারে সতর্ক থাকুন।
    • লালঘাট ঝর্ণাধারায় যাওয়ার পথ বেশ দূর্গম তাই সন্ধ্যা হবার আগেই তাহেরপুর বা টেকেরঘাট ফিরে আসুন।
    • প্রয়োজনীয় শুকনো খাবার ও পানি সাথে পরিবহণ করুন।

সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থান

সুনামগঞ্জ জেলায় টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, যাদুকাটা নদী, শিমুল বাগান, বারেক টিলা ও হাসন রাজার জাদুঘর সহ বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে।

No comments

Translate

Powered by Blogger.