লক্ষনছড়া
লক্ষনছড়া (Lokkhonchora) সিলেটের গোয়াইনঘাট উপজেলাস্থ পান্থুমাই ঝর্ণার কাছে অবস্থিত একটি দর্শনীয় স্থান। আপনার ভ্রমণ তালিকায় যদি পান্থুমাই ঝর্ণা থাকে তবে পান্থুমাই হতে সহজেই লক্ষনছড়া ঘুরে আসতে পারেন। আপনি চাইলে বিছনাকান্দি, পান্থুমাই ঝর্ণা এবং লক্ষণছড়া একসাথে একদিনে ঘুরে বেড়াতে পারবেন।
গ্রামের ভিতর দিয়ে ভারতীয় সীমান্ত ঘেষে মিনিট বিশেক হাটার পর লক্ষনছড়া পৌঁছে যাবেন। অনেকটা বিছনাকান্দির রুপে রঙিন লক্ষনছড়ায় ভারতের ঝর্ণা থেকে সৃষ্ট পাথুরে ঝিরিপথ রয়েছে। ভারতীয় সীমানায় চলাচলের জন্য তৈরি ব্রিজের নিচ দিয়ে যাওয়া ঝিরিপথটি দেখতে অনেক চমৎকার লাগে। আর ভরা বর্ষায় লক্ষনছড়ার এই সৌন্দর্য আরো অতুলনীয় হয়ে উঠে।
কিভাবে যাবেন
ঢাকা থেকে বাসে সিলেট
ঢাকার মহাখালী, গাবতলী, ফকিরাপুল এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে গ্রীন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলি ও এনা পরিবহনের এসি/নন-এসি বাস সিলেটের পথে চলাচল করে। এসি/নন-এসি এসব বাসের ভাড়া ৫৫০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত।
ঢাকা থেকে ট্রেনে সিলেট
ঢাকার কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে অন্তঃনগর পারাবত, জয়ন্তিকা, উপবন এবং কালনী এক্সপ্রেস ট্রেন প্রতিদিন যথাক্রমে সকাল ৬ টা ২০ মিনিট, বেলা ১১ টা ১৫ মিনিট, রাত ৮ টা ৩০ মিনিট, বিকাল ৩ টায় সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। ঢাকা থেকে ট্রেনে চড়ে সিলেট যেতে ৭-৮ ঘন্টা সময় লাগে।
চট্টগ্রাম থেকে ট্রেনে সিলেট
পাহাড়িকা এক্সপ্রেস সোমবার বাদে প্রতিদিন সকাল ৯ টা এবং উদয়ন এক্সপ্রেস শনিবার বাদে প্রতিদিন রাত ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
সিলেট থেকে লক্ষনছড়া
সিলেট থেকে লক্ষনছড়া দুই পথে যেতে পারবেন। এক পথে সিলেট থেকে গোয়াইনঘাট হয়ে হাদারপার এসে নৌকা ঠিক করতে হয়। সিলেট থেকে গোয়াইনঘাট আসার সময় গোয়াইনঘাট বাজার হতে দুপুরের খাবার খেয়ে পারেন কিংবা প্রয়োজন বোধে সাথে খাবার নিতে পারেন।
গোয়াইন ঘাট থেকে সিএনজি নিয়ে হাদারপাড় এসে বিছনাকান্দি, লক্ষনছড়া এবং পান্থুমাই দেখার জন্য একসাথে নৌকা ঠিক করে নিন। আবার সিলেটের আম্বরখানা থেকে লোকালে বা সিএনজি রিজার্ভ নিয়েও হাদারপার আসতে পারবেন। বিছনাকান্দি, লক্ষনছড়া এবং পান্থুমাই ঘুরে দেখার জন্য নৌকা ভাড়া লাগবে ১১০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। জায়গাগুলো দেখে হাদারপাড় ফিরে আসতে প্রায় ৫/৬ ঘন্টা সময় লাগে।
কোথায় থাকবেন
সিলেটে রাতে থাকার জন্য বিভিন্ন মানের বেশকিছু আবাসিক হোটেল আছে। এদের মধ্যে হিল টাউন, গুলশান, স্টার প্যাসিফিক, দরগা গেইট, সুরমা, কায়কোবাদ ইত্যাদি উল্লেখযোগ্য।
কোথায় খাবেন
সিলেটের জিন্দাবাজারে অবস্থিত হোটেল পাঁচ ভাই, পানশি এবং পালকি দেশীয় খাবারের বিভিন আইটেমের জন্য প্রসিদ্ধ। এছাড়া হাদারপারের গনি মিয়ার ভূনা খিচুড়ি খেতে ভুল করবেন না।
No comments