লোভাছড়া

 

সিলেটের কানাইঘাট উপজেলার উত্তর-পূর্ব সীমান্ত ঘেঁষা খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে স্বচ্ছ পানির নদী হচ্ছে লোভাছড়া। সবুজ পাহাড় আর লোভাছড়ার স্বচ্ছ পানি এখানকার পরিবেশকে দিয়েছে ভিন্নমাত্রা। সেই সাথে আছে ব্রিটিশ আমলে চালু হওয়া লোভাছড়া চা বাগান, ১৯২৫ সালে নির্মিত পুরনো ঝুলন্ত সেতু ও খাসিয়া গ্রাম। পাহাড়, নদী ও নীল আকাশের অপূর্ব মায়াজালে প্রাকৃতিকে এক নৈসর্গিক সৌন্দর্য্য উপহার দিয়েছে রুপে অনন্যা লোভাছড়া।

লোভাছড়া নদীতে শ্রমিকদের পাথর উত্তোলন করার কর্মতৎপরতা চোখে পড়ার মত। চা বাগান ও ঝুলন্ত সেতু ছাড়া লোভাছড়ায় আরো রয়েছে প্রাকৃতিক লেক ও ঝরনা, খাসিয়া পল্লী, মীরাপিং শাহর মাজার, মোঘল রাজা-রানির পুরাকীর্তি, প্রাচীন দীঘি, পাথর কোয়ারি ও বন বিভাগের সামাজিক বনায়ন। বছরের যে কোন সময় লোভাছড়ায় যেতে পারবেন। বর্ষায় এখানকার চা বাগান সবুজময় হয়ে উঠে, আর শীতকালে পাহাড় আর কুয়াশা তৈরি করে ভিন্ন এক জগত। সকালে লোভাছড়া চা বাগানে খরগোশ, হরিন ও বন মোরগের দেখা মিলে।

লোভাছড়া কিভাবে যাবেন

লোভাছড়া যেতে হলে আপনাকে সিলেট জেলা সদর হয়ে কানাইঘাট উপজেলায় যেতে হবে। কানাইঘাট থেকে নদী বা সড়ক পথে যেতে হয় লোভাছড়া।

ঢাকা থেকে বাসে সিলেট

ঢাকার গাবতলী, ফকিরাপুল, সায়দাবাদ এবং মহাখালী বাস টার্মিনাল হতে সকাল থেকে রাত ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর গ্রীন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলি, এনা প্রভৃতি পরিবহণের বিভিন্ন এসি/ নন-এসি বাস সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। বাসভেদে টিকেট মূল্য জনপ্রতি ৫৫০ থেকে ১৪০০ টাকা।

ঢাকা থেকে ট্রেনে সিলেট

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পারাবত, জয়ন্তিকা, উপবন এবং কালনী এক্সপ্রেস ট্রেন দিনের বিভিন্ন সময়ে সিলেট অভিমুখে যাত্রা করে। শ্রেণীভেদে এসব ট্রেনে টিকেটের ভাড়া জনপ্রতি ৩২০ থেকে ১০৯৯ টাকা পর্যন্ত।

চট্টগ্রাম থেকে ট্রেনে সিলেট

চট্টগ্রাম থেকে পাহাড়িকা এবং উদয়ন এক্সপ্রেস নামে দুইটি ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এই দুই ট্রেনের শ্রেণীভেদে জনপ্রতি টিকিটের মূল্য ৩৭৫ টাকা থেকে শুরু করে ১৩৩৮ টাকা পর্যন্ত।

ট্রেন ছাড়ার সময়, সাপ্তাহিক বন্ধের দিন জানতে এবং অনলাইনে টিকেট বুকিং দিতে ভিজিট করতে পারেন www.railway.gov.bd ঠিকানায়।

সিলেট থেকে লোভাছড়া

সিলেট থেকে ৩টি পথে সিএনজি, অটোরিক্সা ও বাসে করে কানাইঘাট উপজেলা সদরে যাওয়া যায়। সিলেট থেকে কানাইঘাট যাবার জনপ্রতি বাস ভাড়া ৬০-৭০ টাকা, আর সিএনজি ও অটোরিকশার ভাড়া জনপ্রতি ১০০ টাকা। সিএনজি রিজার্ভ নিলে ৫০০ থেকে ৭০০ টাকা লাগতে পারে।

কানাইঘাট থেকে ৯ কিলোমিটার দূরত্বের লোভাছড়ায় সড়ক ও নদী পথে যাওয়া যায়। আধা-কাঁচা রাস্তার দূর্ভোগ এড়াতে নদী পথে যাওয়া উত্তম। কানাইঘাট নৌকা ঘাট থেকে জনপ্রতি ৩০-৫০ টাকা ভাড়ায় লোভাছড়া যাওয়া যায়। রিজার্ভ নিতে চাইলে নৌকা ভাড়া ৮০০-১০০০ টাকা লাগবে।

কোথায় থাকবেন

লোভাছড়া বা কানাইঘাটে থাকার ভাল ব্যবস্থা নেই। তাই আপনাকে সিলেট শহরে এসে থাকতে হবে। আর দিনে গিয়ে দিনে ফিরে আসা যায় বলে পর্যটকগন সিলেটেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সিলেট শহরে প্রয়োজন ও সামর্থ অনুযায়ী বিভিন্ন ধরনের হোটেল পাওয়া যায়। উল্লেখযোগ্য আবাসিক হোটেলের মধ্যে রয়েছে হোটেল হিল টাউন, গুলশান, দরগা গেইট, সুরমা,কায়কোবাদ ইত্যাদি। এছাড়া শহরের লালবাজার ও দরগা গেইট এলাকায় বেশ কিছু মানসম্মত আবাসিক হোটেল ও রেস্ট হাউস আছে৷ ৫০০ থেকে ৩০০০ টাকায় সহজেই রাত্রি যাপন করতে পারবেন।

কি খাবেন

লোভাছড়ায় খাওয়ার ব্যবস্থা নেই। কানাইঘাট সদরে কিছু মোটামুটি মানের হোটেল পাবেন সেখানে খেয়ে নিতে পারেন। সাথে করে কিছু শুকনো খাবার নিয়ে যাওয়া ভাল। এছাড়া সিলেটের জিন্দাবাজার এলাকার পানসী, পাঁচ ভাই কিংবা পালকি রেস্টুরেন্টের সুলভ মূল্যে পছন্দমত দেশী খাবার খেতে পারেন। এসব রেস্টুরেন্টে নানা রকম ভর্তা সহ রকমারি খাবার পাওয়া যায়।

No comments

Translate

Powered by Blogger.