ছৈলার চর

স্থানঃ 

বিভাগঃ বরিশাল
জেলাঃ ঝালকাঠি
উপজেলাঃ কাঠালিয়া
পর্যটন স্থান হেতালবুণিয়া ছৈলার চর

ছৈলার চর

ছৈলার চর কাঠালিয়া থেকে মাত্র ৮ কিলোমিটার দক্ষিনে বটতলা বাজার হয়ে  হেতালবুনিয়া গ্রামে নদীর চর ঘেষে জেগে ওঠা প্রকৃতির এক অপার সৌন্দায্যর লিলাভূমি। এখানে রয়েছে অসংখ্য ছৈলা গাছ যা দেখতে সুন্দর। বর্তমানে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে হেতাল বুনিয়া মাদ্রাসার সামনে ছৈলার চরে যাবার রাস্তার মাথায় খালি যায় করা হয়ে ডিসি লেক যার ভিতর ছোট ছোট বোড রয়েছে লেকে ঘোরার জন্য । লেকের চারপাশের পর্যটকদের জন্য কেনাকাটা করার জন্য রয়েছে অসংখ্য দোকান। লেকের সামনে মাদ্রাসার মাঠে প্রতিদিন খেলা ধুলা পরিচালনা করা হয়। যার মাধ্যমে যুবকরা মাদক থেকে দুরে থাকতে পারে। ছৈলার চরের ভিতরে রয়েছে শিশু বিনোদনের দোলনা, স্লিপার, চরকি  সহ নানান আয়োজন। এছাড়া ছোট ছোট বসার টুল যার উপরে পর্যটকরা বসে সুন্দর দৃশ্য উপভোগ করেন। এছাড়াও রয়েছে ছোট ছোট কুঠির যার ভিতর গিয়ে একটা ছবি না তুললেই নয়। প্রকৃতির নানান গাছগাছালি আর পাখির কলরবে সব সময় যেন ভরে থাকে ছৈলার চর। এর সৌন্দায্য উপভোগ করতে দুরদুরান্ত থেকে পর্যটকরা আসে। নদির সৌন্দায্য উপভোগের জন্য আছে ট্রলার ও নৌকা যা দিয়ে সহজেই নদি ভ্রমন করা যায়।এছাড়াও বীর মুক্তিযোদ্ধ্ ফারুখ সিকদার স্মরনে করা হয়ে মুক্তিযোদ্বা পার্ক  যা পর্যপ্রটকদের মন কেরেছে বেশ।কৃতির এক অপার লিলাভুমি ছৈলার চর না আসলে নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না প্রকৃতি আমাদের কি দান করেছেন। 
এছাড়াও ছৈলার চরে পর্যটকের থাকার জন্য রয়েছে রেস্ট হাউজ দুর থেকে  এসে এখানে থাকার সুব্যস্থা হিসেবে এটি।


কিভাবে যাবেন?

আপনি যেকোন জায়গা থেকে চলে আসবেন কাঠালিয়া । সেখান থেকে রিজার্ব
ওটো বা মটর সাইকেল নিয়ে চলে আসবেন ছৈলার চর। যারা রিজার্ব না আসবেন তাদরে জন্য কাঠালিয়া থেকে ওটো/মটরসাইকেলে বটতলা বাজার আসবেন সেখান থেকে আবার ওঠো নিয়ে ছৈলার চর যেতে পারবেন। যারা আমুয়া হয়ে আসতে চান যেমন তুষখালি , মঠবাড়িয়া,কাকচিড়া, পাথরঘাটা দিয়ে তারা সারাসরি আমুয়া  এসে সেখান থেকে ওটো/মটরসাইকেল নিয়ে ছৈলারচর আসতে পারবেন সহজেই। এছাড়া আপনি যদি বেতাগি ,বরগুনার হয়ে থাকনে তাহলে রিজার্ভ অথবা লোকাল পথে আসতে পারবেন । এজন্য আপনাকে বেতাগি থেকে কচুয়া ট্রলার যোগে পার হতে হবে অথবা মোকামিয়া থেকে জয়খালি/কাঠালিয়া  খেয়া পার হতে হবে

খরচ কেমন হবে?

কাঠালিয়া থেকে ওটোতে রিজার্ভ নিলে ১৫০-২০০ টাকা, মটরসাইকেলে ১০০-১২০ টাকা । যদি ভেঙ্গে আসতে চান তাহলে কাঠালিয়া  থেকে বটতলা ওটো/মটরসাইকেল ভাড়া ১০/৩০ টাকা বটতলা থেকে ছৈলার চর ওটো/মটরসাইকেল ভাড়া ৩০/৫০-৬০ টাকা। আমুয়া থেকে সরাসরি রিজার্ভ ওটো/মটরসাইকেল ভাড়া ১৩০/১০০ টাকা।যদি ভেঙ্গে আসতে চান তাহলে আমুয়া থেকে ছৈলার চর ওটো/মটরসাইকেল ভাড়া ৩০/৬০ টাকা


কোথায় থাকবেন?

ছৈলার চরে থাকার জন্য রেস্টা হাইজ আছে আপনি আপনার মন মত যত দিন ইচ্ছা থাকতে পারবেন।


কি খাবেন?

 এখানে সব ধরনরে খাবার আছে । যেকোন ধরনের খাবারে অসংখ্য দোকান আছে । 


No comments

Translate

Powered by Blogger.