গাবখান সেতু
বাংলার সুয়েজ খাল খ্যাত গাবখান চ্যানেলের উপর প্রতিষ্ঠিত ৫ম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুটিই গাবখান সেতু (Gabkhan Bridge) নামে পরিচিত। সন্ধ্যা ও সুগন্ধা নদীর মধ্যে সংযোগ স্থাপনকারী বাংলাদেশের একমাত্র কৃত্রিম নৌপথ গাবখান চ্যানেলের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার। দুইপাশে সবুজের সমারোহ নিয়ে বয়ে চলা এই খালটি সৌন্দর্যের দিক দিয়ে বাংলাদেশে অদ্বিতীয়।
প্রায় ২০০ বছরের প্রাচীন গাবখান চ্যানেলের নৌপথের রুপে বিমোহিত হওয়ার সাথে নতুন মাত্রা যোগ করতে শতবর্ষী কোন প্যাডেল স্টীমারের ফ্রন্ট ডেকে চড়ে বসতে পারেন। গাবখান খালের উপর নির্মিত গাবখান সেতুটি দেশের সর্বোচ্চ উচু সেতু হিসাবে স্বীকৃত। আর সেতুটির অপূর্ব নির্মাণশৈলী অন্যান্য সকল সেতু থেকে একে দিয়েছে বিশেষ স্বতন্ত্রতা।
কিভাবে যাবেন
গাবখান সেতু দেখতে চাইলে আপনাকে প্রথমে ঝালকাঠি জেলায় আসতে হবে। ঝালকাঠি জেলার ফায়ার সার্ভিস মোড় হতে অল্প টাকা অটোরিক্সা ভাড়ায় ১০-১৫ মিনিটের মধ্যে গাবখান ব্রিজ পৌঁছাতে পারবেন। এছাড়া পিরোজপুরগামী বাসে চড়ে গাবখান সেতু নামতে পারবেন।
ঢাকা থেকে ঝালকাঠি : ঢাকা টু ঝালকাঠি রুটে বিভিন্ন পরিবহণের এসি ও নন-এসি বাস চলাচল করে। এদের মধ্যে হানিফ, সাকুরা, সার্বিক, সোনার তরী, সুরভী পরিবহণ অন্যতম। নন-এসি বাসের জনপ্রতি টিকেটের মূল্য ৫০০ থেকে ৬০০ টাকা এবং এসি বাসের জনপ্রতি টিকেটের মূল্য ৭০০ থেকে ৮০০ টাকা।
গাবখান চ্যানেল দিয়ে বর্তমানে ৪টি প্যাডেল স্টিমার চলাচল করে। লেপচা, মাহসুদ, অস্ট্রিচ ও টার্ন স্টিমার শনি, রবি, মঙ্গল, বুধবার সদরঘাট থেকে সন্ধ্যা ৬ টা ৩০মিনিটে ছেড়ে যায়। ঢাকা টু মোড়েলগঞ্জ ডেকের ভাড়া ২৮০ টাকা, ননএসি ডাবল কেবিনের ভাড়া ২১০০, এসি ডাবল কেবিনের ভাড়া ৩৭১৫।
কোথায় থাকবেন
ঝালকাঠি জেলা শহরে মোটামুটি মানের বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। শহরের কালীবাড়ি রোডে অবস্থিত ধানসিঁড়ি রেস্ট হাউজ বা ডালিয়ান থাই চাইনিজ হোটেলে থাকতে হলে ২৫০ থেকে ১০০০ টাকা খরচ হবে।
কোথায় খাবেন
ঝালকাঠি ঘুরতে আসলে কালিবাড়ী রোডের সকাল-সন্ধ্যা সুইটসের লুচি-ভাজি, ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি এবং রসমালাই খেয়ে দেখতে পারেন।
No comments