আরশিনগর হলিডে রিসোর্ট
ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে গাজীপুর জেলার ভাওয়ালে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে আরশিনগর হলিডে রিসোর্ট এন্ড পিকনিক স্পট (Arshinagar Holiday Resort) গড়ে তোলা হয়েছে। নাগরিক জীবনের অবসরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আরশিনগর হলিডে রিসোর্টে রয়েছে সবুজ উদ্যান, খেলার মাঠ, সুইমিং পুল, রেস্টুরেন্ট, রিসোর্ট, পিকনিক, বোটিং, ফিশিং, ক্যাম্প ফায়ার, ট্র্যাকিং, তাঁবু এবং বারবিকিউয়ের ব্যবস্থা।
আরশিনগর হলিডে রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সূর্যাস্ত ও পূর্ণিমার চাঁদ আগত অতিথিদের রোমাঞ্চিত করে। আরশিনগর রিসোর্টে কনসার্ট, ডিজে পার্টি এবং সকল ধরনের কনফারেন্স আয়োজনের সুব্যবস্থা রয়েছে। বন্ধুবান্ধব কিংবা পরিবার নিয়ে একান্তে সময় কাটানোর জন্য আরশিনগর হলিডে রিসোর্টের সুনাম সর্বত্র ছড়িয়ে পড়েছে।
যোগাযোগ
ঢাকা অফিস
৮১/১ গাউস নগর (২য় তলা) নিউ ইস্কাটন, রমনা ঢাকা,
ফোন: +88-01976-462661, +88-01976-462665, +88-01626-462661
রিসোর্ট অফিস
পাজুলিয়া, জয়দেবপুর, গাজীপুর।
ফোন: +88-01976-462661, +8801976-462665, +88-01626-462661
ওয়েবসাইট: www.arshinagarresort.com
রিসোর্টের ভাড়া ও প্যাকেজের খরচ
দুইজনের রয়েল এক্সিকিউটিভ এসি রুমের ভাড়া ৫৫০০ টাকা,
চারজনের সুপার ডিলাক্স এসি রুমের ভাড়া ৮০০০ টাকা,
চারজনের ডিলাক্স এসি রুমের ভাড়া ৭০০০ টাকা,
দশজনের সম্পূর্ণ এসি বাংলো ভাড়া নিতে খরচ হবে ১৬৪০০ টাকা।
(প্রতি রুম বুকিংয়ের সাথে কমপ্লিমেন্টরি সকালের নাস্তা রয়েছে)
ডে লং প্যাকেজ
দুপুরের খাবার, বিকালের স্ন্যাক্স এবং নন-এসি রুমের সুবিধা সম্বলিত কাপল প্যাকেজের মূল্য ৩৫০০ টাকা।
দুপুরের খাবার, বিকালের স্ন্যাক্স এবং রয়েল এক্সিকিউটিভ এসি রুমের সুবিধা সম্বলিত কাপল প্যাকেজের মূল্য ৬০০০ টাকা।
সকল
অতিথিদে জন্য ১৬০০ টাকা মূল্যের রেগ্যুলার ডে লং প্যাকেজে আছে প্রতি
চারজনের জন্য একটি কক্ষ, প্রতিজনের জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার এবং
বিকালের স্ন্যাক্স।
(সকল ভাড়ার সাথে ১৫% ভ্যাট ও ১০% সার্ভিস চার্জ প্রযোজ্য)
কিভাবে যাবেন
নিজস্ব বা গণপরিবহনে গাজীপুরের চৌরাস্তায় এসে সেখান থেকে গাজীপুর ডিসি অফিসের সামনে (রাজবাড়ী) যেতে হবে। ডিসি অফিসের সামনে থেকে সিএনজিতে শিমুলতলী রোড ধরে ৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত আরশিনগর হলিডে রিসোর্টে যেতে পারবেন।
গাজীপুরের সুন্দর আরও কিছু রিসোর্ট
ঢাকার
কাছে হওয়ায় গাজীপুর জেলায় আরও বেশ কিছু সুন্দর ও মনোরম রিসোর্ট গড়ে উঠেছে।
তার মধ্যে উল্লেখযোগ্য গুলো হলো জল জঙ্গলের কাব্য, নক্ষত্র বাড়ি রিসোর্ট,
ছুটি রিসোর্ট, অঙ্গনা রিসোর্ট ইত্যাদি।
ফিচার ইমেজ: দিপক কুমার
No comments