নেভারল্যান্ড
রাজধানী ঢাকার মিরপুর ১-এর চটবাড়ী এলাকায় আশুলিয়া বেড়িবাঁধ সড়কে প্রায় ১২ একর জমির উপর দৃষ্টিনন্দন পিকনিক ও শুটিং স্পট নেভারল্যান্ড – দ্যা আরবান এস্কেপ (Neverland) গড়ে তোলা হয়েছে। রাজধানী ঢাকার মধ্যে বৃক্ষের সুশীতল ছায়াঘেরা নদী তীরের মুক্ত বাতাস ও কোলাহলহীন পরিবেশে পরিবার কিংবা বন্ধু-বান্ধবের সাথে অবসর সময় কাটানোর জন্য নেভারল্যান্ড একটি সেরা বিনোদন কেন্দ্রের নাম।
তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক-এর কাছে অবস্থিত তুরাগ নদী দিয়ে ঘেরা সাজানো গুছানো নেভারল্যান্ড পিকনিক স্পটে আছে বাংলা ও চাইনিজ খাবারের রেস্টুরেন্ট, বাচ্চাদের জন্য প্লে জোন, কার পার্কিং এবং নৌ-ভ্রমনের ব্যবস্থা। এছাড়া বেড়িবাঁধ ধরে নেভারল্যান্ড পার্কে যাওয়ার রাস্তাটি খুবই উপভোগ্য। প্রতিদিন বিকেল বেলা ও অন্যান্য ছুটির দিনগুলোতে নেভারল্যান্ড এবং বেড়িবাঁধে অনেক বিনোদন প্রেমীদের আগমণ ঘটে।
সময়সূচী
নেভারল্যান্ড পিকনিক স্পট প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।
প্রবেশ ফি ও অন্যান্য খরচ
নেভারল্যান্ড পিকনিক স্পটে প্রবেশ করার জন্য কোন প্রকার প্রবেশ ফি প্রদান করতে হয় না। তবে তুরাগ নদীতে ১ ঘন্টার জন্য ময়ূরপঙ্খী নৌকায় চড়তে জনপ্রতি ১০০ টাকা লাগে। নেভারল্যান্ডের রেস্টুরেন্টে বাংলা ও চাইনিজ খাবার খেতে ১০০ টাকা থেকে ৫০০ টাকা ব্যয় করতে হবে। এখানে বিভিন্ন সেট মেন্যুর সর্বনিন্ম মূল্য ২২০ টাকা।
যোগাযোগ
মোবাইল: 01635-035262, 01987-121383, 01906-309816,
01711-737560, 01970-092101
ফেসবুক: www.facebook.com/DhakaScape/
ওয়েবসাইট: www.findlocality.com/neverlandtheurbanescape
নেভারল্যান্ড কিভাবে যাবেন
ঢাকার যেকোন জায়গা থেকে মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ড অথবা মাজার রোড এসে রিকশা নিয়ে নেভারল্যান্ড পিকনিক স্পট যেতে পারবেন। আর গাবতলী বাসস্ট্যান্ড থেকে লেগুনায় চড়ে নেভারল্যান্ড যেতে ১৫ মিনিটের মত সময় লাগে।
No comments